বিজ্ঞান শিক্ষার্থী অনেক বেড়েছে: শিক্ষামন্ত্রী

এক শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশে প্রতি বছর বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে চলেছে। আশা জাগানো ফলের কারণে বিজ্ঞান শিক্ষার্থী বৃদ্ধির পাশাপাশি শিক্ষার মানও বাড়ছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল অডিটোরিয়ামে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড আয়োজিত বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৭ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন শিক্ষামন্ত্রী। 

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘বিজ্ঞান শিক্ষায় গুরুত্ব দিতে সরকার সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বিজ্ঞান শিক্ষার্থীর মোট সংখ্যা ও শতকরা হার আগের চেয়ে অনেক বেড়েছে। শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে তুলতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার সময় বিজ্ঞান শিক্ষার্থীর সংখ্যা হ্রাস পাচ্ছিল। বিজ্ঞানে শিক্ষার্থীদের আগ্রহী করতে আমরা বিভিন্ন উদ্যোগ নেওয়ায় এ বিষয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে।’

বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনারাই একদিন বিজ্ঞানী হবেন। বিজ্ঞান ও গবেষণার মাধ্যমে বিশ্বসভায় দেশের মুখ উজ্জ্বল করবেন। আজকের শিক্ষার্থীরাই এ জাতিকে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবে। তাই বিশ্বমানের শিক্ষা অর্জন করতে হবে শিক্ষার্থীদের।’

বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ভাইস প্রেসিডেন্ট প্রফেসর কাজী আবদুল ফাত্তাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সেক্রেটারি ড. মেসবাহউদ্দিন আহমেদ ও বিজ্ঞান অলিম্পিয়াডের সমন্বয়কারী ড. নঈম চৌধুরী।

/এসএমএ/জেএইচ/এএআর/