হোম ইকোনমিকস শিক্ষার্থীদের দাবির প্রতিবাদে ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন

ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের মানববন্ধনহোম ইকোনমিকস কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পূর্ণাঙ্গ ইনস্টিটিউট করার জন্য কলেজটির শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) এক মানববন্ধনে তারা এ আহ্বান জানিয়েছেন। মানববন্ধনে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে।
বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে মানববন্ধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, হোক ইকোনমিকস শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ ইনস্টিটিউট হওয়ার জন্য যে আন্দোলন করে যাচ্ছে তা যৌক্তিক নয়। আমরা চাই অবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করবে।
মানববন্ধনে হোম ইকোনমিকস শিক্ষার্থীদের দাবিকে অযৌক্তিক অভিহিত করেন ঢাবি শিক্ষার্থীরামানববন্ধনে ঢাবি শিক্ষার্থীরা অভিযোগ করেন, হোম ইকোনমিকস কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ঢাবির কুয়েত মৈত্রী ও ফজিলাতুন্নেসা মুজিব ছাত্রী হলের শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াত বাধাগ্রস্ত হচ্ছে।
মানববন্ধনের সমন্বয়কারী ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহামুদুল হাসান হোক ইকোনমিকস কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘দিনে ১৬ থেকে ১৮ ঘণ্টা পড়ালেখা করে ঢাবিতে ভর্তি হতে হয়। রাস্তায় নেমে আন্দোলন করে ঢাবিতে ভর্তি হওয়া যায় না।’ ঢাবির সব অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের আলাদা সমাবর্তন এবং সেসব প্রতিষ্ঠানের অযৌক্তিক আন্দোলনে নতি স্বীকার না করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আহ্বান জানান তিনি।
মানববন্ধনে উপস্থিত হয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের আন্দোলন যৌক্তিক। কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, আন্দোলনের কারণে যেন সাধারণ শিক্ষার্থী ও জনগণের কোনও ভোগান্তি না হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে।’

আরও পড়ুন-

জঙ্গি-সন্ত্রাস ও মাদকাসক্তির বিরুদ্ধে জনমত সৃষ্টির আহ্বান প্রধানমন্ত্রীর

খালেদার নাইকো মামলা স্থগিতের বিরুদ্ধে শুনানি মুলতবি

/টিআর/