বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ২০১৮ সাল থেকে দুই সেমিস্টার



বেসরকারি বিশ্ববিদ্যারয়২০১৮ সাল থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দুই সেমিস্টার পদ্ধতি চালুর নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ লক্ষ্যে ৯৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য ‘স্ট্যান্ডার্ড সিলেবাস ও কারিকুলাম’তৈরি করে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে এ বছরের ডিসেম্বরের মধ্যেই পর্যায়ক্রমে দুই সেমিস্টারে যেতে বলেছি।’
ইউজিসির চেয়ারম্যান বলেন, রাতারাতি সব বিশ্ববিদ্যালয়ে দুই সেমিস্টার চালু করা যাবে না। ধাপেধাপে করছি। ২০১৮ সাল থেকে সব বিশ্ববিদ্যালয়ে দুই সেমিস্টারে যাবে বলে আশা করছি।’
বর্তমানে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে তিন সেমিস্টারে শিক্ষার্থী ভর্তি করা হয়। তিন সেমিস্টার চালু থাকায় শিক্ষার্থীদের কাছ থেকে সেশনসহ অন্যান্য খাতে বাড়তি ব্যয় কমানো এবং লেখাপড়ার জন্য শিক্ষার্থীদের বেশি সুযোগ দিতেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সূত্রে জানা গেছে, তিন সেমিস্টার চালু থাকায় চার মাসের ব্যবধান শিক্ষার্থীদের জন্য চাপ হয়ে যায়। তাছাড়া ভর্তি সেশন ফিসহ অন্যান্য ব্যয়ও বাড়ে। এছাড়া স্বাভাবিকভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে দুই সেমিস্টার পদ্ধতি চালু রয়েছে। দেশে বর্তমানে ৯৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৮৪টি চালু আছে। এর মধ্যে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়েই তিন সেমিস্টার পদ্ধতি চালু রয়েছে।
এসএমএ/ এমএনএইচ/