বঙ্গবন্ধু এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শিগগিরই

সচিবালয়ে সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননশিগগিরই শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু এভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম।  বিশ্ববিদ্যালয়টির সারসংক্ষেপের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর আশকোনায় বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সিভিল এভিয়েশন ১২ একর জমিও বরাদ্দ দিয়েছে।

সোমবার বিকেলে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের  সভাপতিত্বে বঙ্গবন্ধু এভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় আইন প্রণয়ন, এর অবকাঠামো নির্মাণ ও সিলেবাস প্রণয়ন সংক্রান্ত এক সভায় এসব তথ্য জানানো হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দ্রুত শুরু করার তাগিদ দিয়ে মন্ত্রণালয় থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী।

সভার শুরুতে এয়ার কমোডর ইয়াজদানী বিশ্ববিদ্যালয় স্থাপন সংক্রান্ত একটি তথ্যচিত্র উপস্থাপন করেন। জানানো হয়, শুরুতে বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদে মোট ১০টি বিভাগ থাকবে। বিভাগগুলোর স্নাতক ও স্নাতকোত্তর কোর্সের জন্য আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম প্রণয়ন করা হয়েছে। এছাড়া এভিয়েশন ইউনিভার্সিটির এডুকেশন এক্সচেঞ্জ প্রোগ্রামের অংশ হিসেবে শুরুতেই লন্ডনের মিডলসেক্স ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্রের জ্যাকসন ভিল ইউনিভার্সিটি এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি তুন হোসেন ওন এর সঙ্গে এডুকেশন এক্সচেঞ্জ ও ক্রেডিট ট্রান্সফার এর ব্যবস্থা থাকবে।

এভিয়েশন ক্ষেত্রে উচ্চমানের শিক্ষা ও গবেষণার মাধ্যমে সামরিক এবং বেসামরিক মানব সম্পদ উন্নয়ন সহ জ্ঞানভিত্তিক কারিগরি ও অর্থনৈতিক সমাজ গঠন, ২০২৫ সালের মধ্যে দক্ষিণ এশিয়া এবং ২০৩০ সালের মধ্যে এশিয়ার একটি নেতৃস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু এভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলার কথাও জানানো হয় সভায়।

বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার জানান, বিমানবাহিনীতে পিএইচডি, এমফিল ও এমএস করা এবং বিদেশে প্রশিক্ষিত অনেক যোগ্য কর্মকর্তা আছেন। অবসরপ্রাপ্ত অনেক কর্মকর্তা এভিয়েশন ক্ষেত্রে দেশ-বিদেশে প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। তাদের সহযেগিতায় আগামী তিন বছরের মধ্যে এ বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত করা সম্ভব।

সভায় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এসএম গোলাম ফারুক, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এহসানুল গনি চৌধুরী, বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আহমেদ প্রমুখ।

/সিএ/এএআর/