‘এইচএসসিতে পরীক্ষার্থী কমেছে ৩৪ হাজার ৯৪২ জন’

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (ফাইল ফটো)আগামী রবিবার (২ এপ্রিল) থেকে অনুষ্ঠেয় এইচএসসি ও সমমান পরীক্ষায় ৮টি সাধারণ শিক্ষা বোর্ডসহ ১০টি বোর্ডের (ডিআইবিএসসহ) আওতায় এবার ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে ৩৪ হাজার ৯৪২ জন। ২০১৬ সালে পরীক্ষায় অংশ নিয়েছিল ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এ বছর ৮ হাজার ৮৬৪ প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন পরীক্ষার্থী ২ হাজার ৪৯৭ কেন্দ্রে পরীক্ষা দেবে। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৬ লাখ ৩৫ হাজার ৬৯৭ জন এবং ছাত্রী ৫ লাখ ৪৭ হাজার ৯৮৯ জন।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘৮টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট শিক্ষার্থী অংশ নিয়েছে ৯ লাখ ৮২ হাজার ৭৮৩ জন। ৪ হাজার ৩৬৫ প্রতিষ্ঠানের এসব পরীক্ষার্থীরা ১ হাজার ৪০৭টি কেন্দ্রে পরীক্ষা দেবে। যার মধ্যে ছাত্র ৫ লাখ ৫ হাজার ৬৬৫ এবং ছাত্রী ৪ লাখ ৭৭ হাজার ১১৮ জন।
মাদ্রসা শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থী ৯৯ হাজার ৩২০ জন। এর মধ্যে ছাত্র ৫৭ হাজার ৬৬২ জন এবং ছাত্রী ৪১ হাজার ৬৫৮ জন। কারিগরি শিক্ষাবোর্ডে ৯৬ হাজার ৯৭০ জনের মধ্যে ছাত্র ৬৮ হাজার ৬৯৭ এবং ছাত্রী ২৮ হাজার ২১৭ জন।
এবার ডিআইবিএস থেকে পরীক্ষায় মোট অংশ নিয়েছে ৪ হাজার ৬৬৯ জন। এর মধ্যে ছাত্র ৩ হাজার ৬৭৩ জন, ছাত্রী ৯৭৬ জন।’
শিক্ষামন্ত্রী শিক্ষার্থী ও অভিভাবকদের সম্পর্কে বলেন, শিক্ষার্থীরা প্রশ্নপত্র ফাঁসের পেছনে না ছুটে যেন নিজেরা ভালোভাবে পরীক্ষা দেয়। আর অভিভাবকরা এ ব্যাপারে যেন সচেতন থাকে।’
শিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘ প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যে সব শিক্ষকরা জড়িত থাকবে তাদের খুঁজে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকেন তাহলে তারা শিক্ষক পেশায় থাকতে পারবেন না।’
/এসএমএ/এআর/