প্রশ্নপত্র নিতে কালো কাচের গাড়ি ব্যবহার কেন, জানতে চেয়েছে শিক্ষা বোর্ড

6ae0720276d271b7924c2d57540e045f-58e869ad29219রাজধানীর চারটি কলেজের কাছে প্রশ্নপত্র নিতে কালো কাচযুক্ত গাড়ি ব্যবহারের কারণ জানতে চেয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী দুই দিনের মধ্যে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এ বিষয়ে জানাতে বলা হয়েছে।
কেন্দ্রগুলো হলো— তেজগাঁও মহিলা কলেজ কেন্দ্র, নিউজ মডেল ডিগ্রি কলেজ কেন্দ্র, আলহাজ মকবুল হোসেন কলেজ কেন্দ্র ও তেজগাঁও কলেজ।
শনিবার (৮ এপ্রিল) সকালে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার জন্য এই কেন্দ্রগুলোর পক্ষে প্রশ্নপত্র নিতে ঢাকা ট্রেজারিতে চারটি কালো কাচযুক্ত গাড়ি নিয়ে যাওয়া হয়। তখনই জব্দ করা হয় গাড়িগুলোকে।
ঢাকা শিক্ষা বোর্ডের কারণ দর্শানোর নোটিশে জানানো হয়, ঢাকা ট্রেজারি থেকে কালো কাচযুক্ত গাড়িতে প্রশ্ন আনা যাবে না মর্মে গত ৬ এপ্রিল নির্দেশনা দেওয়া হয়। তা স্বত্ত্বেও প্রশ্নপত্র আনার ক্ষেত্রে কালো কাচের গাড়ি ব্যবহারের কারণ কী তা আগামী দুই দিনের মধ্যে জানাতে হবে।
/এসএমএ/জেএইচ/

আরও পড়ুন-
প্রশ্নফাঁস রোধে রাজধানীর ৪ কলেজের গাড়ি জব্দ