সরকারিকরণের জন্য ৪২ মাধ্যমিক স্কুল চূড়ান্ত

 

শিক্ষা মন্ত্রণালয়দেশের মোট ৪২টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণের জন্য চূড়ান্ত করা হয়েছে। রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত্র আদেশ জারি করা হয়েছে।

ওই আদেশে জরুরিভিত্তিতে এসব শিক্ষা প্রতিষ্ঠানের স্থাবর-অস্থাবর সম্পত্তির দান রেজিস্ট্রি দলিল (Deed of Gift) সম্পাদন করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, জেলা প্রশাসক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরকে মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। এছাড়া শিক্ষক-কর্মচারির বেতনভাতা বাবদ কত টাকা প্রয়োজন তাও জানাতে বলা হয়।

আদেশে আরও জানানো হয়, ইতোমধ্যে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় এবং ফরিদপুরের চরভদ্রাসন  চরভদ্রাসনের পাইলট হাইস্তুলের কাজ সম্পন্ন হয়েছে।

দেশের প্রত্যেক উপজেলায় একটি করে স্কুল ও কলেজ সরকারি করার বিষয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এসব শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করা হচ্ছে।

উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) তথ্যানুযায়ী, দেশে সরকারি মাধ্যমিক স্কুলের সংখ্যা ৩৩৩টি।নতুন এই ৪২টিসহ মোট সরকারি বিদ্যালয়ের সংখ্যা দাঁড়ালো ৩৭৫টি।  

সরকারিকরণের জন্য চূড়ান্ত হওয়া ৪২ মাধ্যমিক স্কুল

/এসএমএ/ এমএনএইচ/