জামায়াত-শিবিরের অনুষ্ঠান ও উপহার বর্জনের নির্দেশ মাউশির

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়াত-শিবিরের সব ধরণের অনুষ্ঠান বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। এমনকি তাদের দেওয়া উপহার নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে দায়িত্বশীল শিক্ষকদের। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) এ আদেশ প্রকাশ করে।
আদেশে, গাজীপুর জেলাসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্বশীল ব্যক্তিদের জামায়াত-শিবিরের বিভিন্ন অনুষ্ঠানে, ব্যক্তিগত দাওয়াতে অংশ নেওয়া এবং উপহার সামগ্রী নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়।
এর আগে, গত ১৫ মার্চ প্রধানমন্ত্রী কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়কে এ সংক্রান্ত্র নির্দেশনা দেওয়া হয়। এর প্রেক্ষিতে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ নির্দেশনা দেওয়া হলো।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, জামায়াত-শিবির গাজীপুরে গোপন তৎপরতার অংশ হিসেবে শিক্ষকদের বিভিন্ন অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে দাওয়াত করে উপহার সামগ্রী দিয়েছে। এমনকি তাদের বিভিন্ন অনুষ্ঠানেও নেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে জামায়াত-শিবির।

সম্প্রতি এ সংক্রান্ত্র একটি গোয়েন্দা প্রতিবেদন প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হয়। এরপর প্রধানমন্ত্রী কার্যালয়ে থেকে গত ১৫ মার্চ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়। এছাড়া গত ২৩ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত্র আদেশ জারি করে।

/এসএমএ/এমও/