৯ বছর পর ভিকারুননিসায় পূর্ণাঙ্গ গভর্নিং বডি নির্বাচিত

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজদীর্ঘ নয়বছর পর পূর্ণাঙ্গ নির্বাচিত গভর্নিং বডি পেল রাজধানীর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ। রবিবার (৩০ এপ্রিল) নতুন সভাপতিসহ ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ গভর্নিং বডির অনুমোদন দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
বিধান মেনে কলেজটির অধ্যক্ষ সভাপতি হিসেবে তিনজনের প্যানেল পাঠানোর পর শিক্ষা বোর্ড সভাপতি হিসাবে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১২ নম্বর ওয়ার্ড কমিশনার গোলাম আশরাফ তালুকদারকে অনুমোদন করে। সভাপতি ছাড়া গভর্নিং বডির সদস্য সচিব হলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুফিয়া খাতুন।
ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড. মো. আশফাকুস সালেহীন স্বাক্ষরিত শিক্ষা বোর্ডের আদেশে বলা হয়, নতুন এ গভর্নিং বডির মেয়াদ প্রথম সভার তারিখ থেকে দুই বছর কার্যকর থাকবে। আগামী ৩০ দিনের মধ্যে প্রথম সভা করে বোর্ডকে অবহিত করতে হবে।
এছাড়া কমিটির নির্বাচিত ৯ সদস্য হচ্ছেন- অ্যাডভোকেট ইউনুচ আলী আকন্দ, আতাউর রহমান, মারুফ আহমেদ মুনসুর, ডা. মজিবুর রহমান হাওলাদার, ড. তাজুল ইসলাম, সংরক্ষিত মহিলা আসনে খুরশিদ জাহান, মাহবুবুর রহমান, মুশতারি সুলতানা এবং ফারহানা খাতুন।
এর আগে, গত ২২ এপ্রিল উৎসমুখর পরিবেশে গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বপালন করেন ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু আলী মো. সাজ্জাদ হোসেন।

নির্বাচনে চারটি শাখায় অভিভাবক প্রতিনিধি হিসেবে মোট ৩০জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে কলেজ প্রতিনিধি সাতজন, মাধ্যমিকে নয়জন, প্রাথমিকে দশজন ও সংরক্ষিত মহিলা আসনে চার জন ছিলেন। শিক্ষক প্রতিনিধি ছিলেন ১২ জন। এছাড়া স্কুল পর্যায়ে ছয়জন, কলেজে দুইজন এবং সংরক্ষিত মহিলা শিক্ষিকা আসনে চারজন ছিলেন।

/আরএআর/এমও/