দু’বছরে অর্ধেকে নেমেছে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা

এইচএসসি পরীক্ষার্থীদের উল্লাস ছবি- সাজ্জাদ হোসেনএইচএসসি পাসের হারের পাশাপাশি শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে। গত দুই বছরের ফল বিশ্লেষণ করে দেখা গেছে, দুই বছরের ব্যবধানে শতভাগ শিক্ষার্থী পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে।

রবিবার (২৩ জুলাই) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে এইচএসসি পরীক্ষার ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরীক্ষার ফল থেকে দেখা যায়, এ বছরে শতভাগ শিক্ষার্থী পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা মাত্র ৫৩২টি। গত বছর এই সংখ্যা ছিল ৮৪৮, ২০১৫ সালে ছিল এক হাজার ১৩৩টি। সেই হিসাবে দুই বছরের ব্যবধানে শতভাগ পরীক্ষার্থী পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা নেমে এসেছে অর্ধেকে।

পরে, রবিবার দুপুরে সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী। ওই সময় পাশের হার কমার ব্যাখ্যা দিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘পরীক্ষায় সঠিক মূল্যায়ন হওয়ায় এ বছর পাসের হার কম। সৃজনশীল উত্তরপত্র অতিমূল্যায়ণ ও অবমূল্যায়ণ নিয়ন্ত্রণ করতে পেরেছে সরকার।’

অকৃতকার্যদের উৎসাহ দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যারা ফেল করেছে তাদেরকে পড়ালেখার প্রতি উৎসাহ দিতে হবে। তাদের পড়ালেখার প্রতি আরও মনোনিবেশ করতে হবে, তাদের আরও ভালো করতে হবে।’ পাস করাদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, এ বছর পরীক্ষার গড় পাসের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ। কারিগরিতে পাস ৮১ দশমিক ৩৩ শতাংশ, আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৬ দশমিক ৮৪ শতাংশ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক দুই শতাংশ। সারাদেশে জিপিএ-৫ পেয়েছে ৩৭ হাজার ৭২৬। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩৩ হাজার ২৪১ জন।

/এসএমএ/

আর পড়ুন

এইচএসসিতে গড় পাসের হার ৬৮.৯১ শতাংশ