জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী কমেছে রাজউক উত্তরা মডেল কলেজে

 

রাজউজ উত্তরা মডেল কলেজএ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায়  (এইচএসসি)  জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে রাজধানীর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রাজউক উত্তরা মডেল কলেজে। গত বছর এ শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি’তে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২ জন শিক্ষার্থী। এ বছর পেয়েছেন ৭৮৯জন। এবার কলেজটিতে পাসের হার ৯৯ দশমিক ৪২ শতাংশ।

রবিবার দুপুরে পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীদের উল্লাসে মেতে ওঠেন। নেচে-গেয়ে উল্লাস প্রকাশ করেন। হঠাৎ বৃষ্টি নামলেও থেমে যায়নি শিক্ষার্থীদের উল্লাস।অভিভাবকরাও সন্তানের ফলে আনন্দ প্রকাশ করেন।

রাজউক উত্তরা মডেল কলেজে থেকে জিপিএ-৫ পেয়েছেন নাফিসা রহমান। তিনি বলেন, ‘আমি খুব আনন্দিত। বাবা-মাও খুশি। তবে খারপ লাগছে বন্ধুদের কেউ-কেউ বরাবরই ভালো ফল করলেও জিপিএ-৫ পায়নি।’

রাজউক উত্তরা মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমিনুর রহমান খান বলেন, ‘অপ্রত্যাশিতভাবে জিপিএ-৫ কমছে। এমন ফলের প্রত্যাশা ছিলো না। বাংলার প্রশ্নে একটু সমস্যা হয়েছে। এছাড়া, পরীক্ষার খাতা মূল্যায়নে ত্রুটির কারণেও এমনটি হতে পারে।’

মো. আমিনুর রহমান খান বলেন, ‘শিক্ষার্থীদের জিপিএ-৫ অর্জনে আমরা নিবিড় পরিচর্যা করি। আগামীতে আরও বেশি করা পরিচর্যা করা হবে।’ তিনি আরও বলেন, ‘এ বছর আমাদের কলেজ থেকে মোট ১ হাজার ৩৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৭৮৯ জন। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৮৭৫ জনের মধ্যে ৭২০ জন, ব্যবসায় শাখায় ৩৮৪ জনের মধ্যে ৪৭ জন এবং মানবিক বিভাগ থেকে ১১১ জনের মধ্যে ২২ জন জিপিএ-৫ পেয়েছে।’

/সিএ/ এমএনএইচ/

ফলাফলে মেয়েরা এগিয়ে

পাসের হারে শীর্ষে সিলেট, ধস কুমিল্লায়

বরিশালে পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে

এইচএসসিতে গড় পাসের হার ৬৮.৯১ শতাংশ

যশোর শিক্ষা বোর্ডে কমেছে পাসের হার, জিপিএ-৫

যারা ফেল করেছে তাদের উৎসাহ দিতে হবে: প্রধানমন্ত্রী

শিক্ষার গুণগত মান অর্জন করাই বড় চ্যালেঞ্জ: শিক্ষামন্ত্রী

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাশের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে

দু’বছরে অর্ধেকে নেমেছে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা