ঢাবি শিক্ষক-ছাত্রের ধাক্কাধাক্কি: তিন সদস্যের তদন্ত কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়উপাচার্য প্যানেল নির্বাচনকে কেন্দ্র করে ডাকসু নির্বাচনের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে শিক্ষকদের ধাক্কাধাক্কির ঘটনার পর তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। রবিবার (৩০ জুলাই) বিকাল চার টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ এ কমিটি গঠন করে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিন সদস্যের ওই কমিটিতে রয়েছেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই সহকারী প্রক্টর অধ্যাপক ফজলুর রহমান ও অধ্যাপক মাকসুদুর রহমান এবং লেদার টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আফতাব আলী শেখ।

অধ্যাপক আমজাদ বলেন, ‘গতকালের (শনিবার) ন্যক্কারজনক হামলায় জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনতেই এ কমিটি গঠন করা হয়েছে। শিক্ষকদের ওপর শিক্ষার্থীদের চড়াও হওয়া নিন্দনীয় কাজ।’

এদিকে, উপাচার্য প্যানেল নির্বাচনের ঘটনায় ও ডাকসু নির্বাচনের দাবিতে আন্দোলনের এ পর্যায়ে সোমবার (৩১ জুলাই) দুপুর ১২টায় মধুর কেন্টিনে সংবাদ সম্মেলন আহ্বান করেছে আন্দোরনকারীরা। আন্দোলনে অংশ নেওয়া মাসুদ আল মাহদী এ তথ্য জানান।

/এসএমএ/