ময়মনসিংহ শিক্ষা বোর্ডের প্রথম চেয়ারম্যান গাজী হাসান

নতুন শিক্ষা বোর্ড ময়মনসিংহের প্রথম চেয়ারম্যান হয়েছেন সরকারি আনন্দমোহন কলেজের উপাধ্যক্ষ ড. গাজী হাসান কামাল। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফাতেমা তুল জান্নাত স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ড. গাজী হাসান কামালদায়িত্ব পাওয়ার পর ড. গাজী হাসান কামাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরকারের সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাকে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব দেওয়া হয়েছে। আমার চেষ্টা থাকবে সবাইকে সঙ্গে নিয়ে নতুন বোর্ড তৈরির সার্থকতা নিশ্চিত করা।’

এর আগে, গত ২৮ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নবম শিক্ষাবোর্ড ময়মনসিংহের গেজেট প্রকাশ করে। ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুর— এই চার জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার সংগঠন, নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান ও উন্নয়নে নতুন এই শিক্ষা বোর্ড গঠন করা হয়েছে।