ঢাবি’র প্রযুক্তি ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অন্তর্গত ‘প্রযুক্তি ইউনিটে’র ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণির ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন।

প্রযুক্তি ইউনিটের ফল প্রকাশ করছেন উপাচার্যপরীক্ষার্থীরা admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবেন। এছাড়া যেকোনও অপারেটরের মোবাইল ফোন থেকে DU TEC <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS এর মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

সূত্র জানায়, এই ইউনিটে ২০১৭-২০১৮ সেশনে ভর্তি পরীক্ষায় মোট পাশের হার ৭২.৩৯ শতাংশ (সম্মিলিত)। মোট ৯৬০টি আসনের বিপরীতে পরীক্ষায় পাশ করেছে ২ হাজার ৮৬১ জন পরীক্ষার্থী।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা গত ৫ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হয়।