ঢাবি ও রাশিয়ার সিনার্জি ইউনিভার্সিটির মধ্যে ব্যবসায় শিক্ষা কার্যক্রম চালুর সম্ভাবনা

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও রাশিয়ার সিনার্জি ইউনিভার্সিটির আঞ্চলিক পরিচালক ওলগ জিরিয়ানাভ (ছবি: সংগৃহীত)ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাশিয়ার সিনার্জি ইউনিভার্সিটির মধ্যে ব্যবসায় শিক্ষা বিষয়ে শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাবনা তৈরি হয়েছে। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা করেন রাশিয়ার সিনার্জি ইউনিভার্সিটির আঞ্চলিক পরিচালক ওলগ জিরিয়ানাভ। বুধবার (৭ মার্চ) সকালে বৈঠকে বসেছিলেন তারা।

উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় নিয়েও আলোচনা করেন ঢাবি উপাচার্য ও সিনার্জি ইউনিভার্সিটির আঞ্চলিক পরিচালক। এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে একমত হয়েছেন তারা।

এ সময় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, ইংরেজি বিভাগর চেয়ারম্যান অধ্যাপক ড. কাজল কৃষ্ণ ব্যানার্জি ও তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম।