ঢাবিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর আবারও হামলা

 

কোটা আন্দোলনকারীদের ওপর হামলাঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে কোটার পক্ষে মানববন্ধন শেষে ফেরার পথে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। রবিবার (১৫ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে শিববাড়ি মোড়ে শেখ রাসেল টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ফাহমিদুল হক বলেন, ‘মানববন্ধনের শেষ পর্যায়ে সরকারদলীয় ছাত্র সংগঠনের নেতাকর্মীরা আমাদের ঘিরে ফেলে। পরে আমরা রাজু ভাস্কর্যের দিকে যাওয়ার পথে শিববাড়ি মোড়ে শেখ রাসেল টাওয়ারের সামনে তারা শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এবং আমাদের লাঞ্ছিত করে।’

হামলার সময় দৌড়ে পালাচ্ছেন শিক্ষার্থীরাসাধারণ শিক্ষার্থী রাফিয়া তামান্না বলেন, ‘তারা প্রথম থেকে আমাদের মানববন্ধনে বাধা দেওয়ার চেষ্টা করেছে। তারা আমাদের শিক্ষকদের জামায়াত-শিবির বলে অপমান করেছে। আমরা মিছিল নিয়ে যাওয়ার সময় হামলা চালায়। সাংবাদিকরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা করে। এসএম হলের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সায়েম সাংবাদিকদের ক্যামেরা ভেঙে ফেলার চেষ্টা করে। এবং কয়েকটি মোবাইল ফোন ভেঙে ফেলে।’ এ বিষয়ে সাংবাদিকরা সায়েমের কাছে জানতে চাইলে তিনি দৌড়ে পালিয়ে যান।

হামলার শিকার এক আন্দোলনকারীহামলার ঘটনার পর ঘটনাস্থলে ভিসির প্রক্টরিয়াল বডির লোকজন এসে বহিরাগতদের চলে যেতে মাইকিং করে। তবে প্রক্টরিয়াল বডির লোকজন তাদের পরিচয় প্রকাশ করেননি।

এর আগে সকালে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কোটা সংস্কার আন্দোলনকারীরা ও কোটা আন্দোলনে নিপীড়িত শিক্ষার্থীবৃন্দের ব্যানারে ছাত্রলীগ মানববন্ধন করে। কর্মসূচির একপর্যায়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আবদুর রাজ্জাক খানের বক্তব্যের জের ধরে ছাত্রলীগ নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন।

এই সংক্রান্ত আরও খবর: 

ঢাবিতে কোটার পক্ষে-বিপক্ষে মানববন্ধনে উত্তেজনা 

ঢাবিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা