‘গণিত অলিম্পিয়াডে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও বাড়াতে হবে’

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে প্রথম স্বর্ণপদকজয়ী বাংলাদেশ গণিত দলের সংবর্ধনা অনুষ্ঠানগণিত অলিম্পিয়াডে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী। তিনি বলেন, ‘এসব মেধা প্রতিযোগিতায় নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও বাড়াতে হবে।’

মঙ্গলবার (১৭ জুলাই) রাজধানীর টিসিবি ভবনে আয়োজিত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে প্রথম স্বর্ণপদকজয়ী বাংলাদেশ গণিত দলের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি।

৫৯তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) প্রথমবারের মতো স্বর্ণপদক লাভ করেছ বাংলাদেশ। এর আগে মোট ১৩টি আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নেয় বাংলাদেশ।

জামিলুর রেজা চৌধুরি বলেন, ‘প্রথমবারের মতো বাংলাদেশের ছেলেরা আন্তর্জাতিক অলিম্পিয়াড থেকে স্বর্ণ পদক পেয়েছে। এটা আমাদের গর্বের, আমরা গর্ব করি। পরপর ১৩টি আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে আমাদের একটা ভালো অবস্থান ছিল। এবারও আরও ভালো একটি অর্জন, আমাদের ছেলেরা স্বর্ণপদক নিয়ে এসেছে। যারা পুরস্কার নিয়েছেন, তারা সবাই ছেলে। তাদের সঙ্গে এখানে মেয়ে শিক্ষার্থীদেরকে দেখলে আরও ভালো লাগতো। ছেলেদের পাশাপাশি মেয়েরাও যাতে এসব অর্জনের সারিতে থাকতে পারে— সে আশা করি। ফলে ছেলেদের পাশাপাশি এসব প্রতিযোগিতায় মেয়েদের অংশগ্রহণ আরও বাড়াতে হবে।’

সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন,‘আমরা যে বিশ্বমানের শিক্ষায় উন্নীত হয়েছি তার বাস্তব প্রমাণ— আমাদের ছেলেদের গণিত অলিম্পিয়াডে স্বর্ণজয়। আমরা কারিগরি ও টেকনিক্যাল শিক্ষায় অনেক এগিয়েছি। প্রাথমিক থেকে শুরু করে সব শিক্ষার্থীকে আমরা মেধাবৃত্তি দিচ্ছি,প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের বই তুলে দিচ্ছি।  প্রাথমিকস্তরের শিক্ষার্থীদের জন্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অভিভাবকের উপবৃত্তির অর্থ তুলে দিচ্ছি। এর ফল আমরা পেতে শুরু করেছি। আমাদের শিক্ষার্থীরা তাদের মেধার প্রমাণ দিচ্ছে, বিশ্ব জয় করছে।’

তিনি বলেন,‘যারা বিশ্ব দরবার থেকে গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়েছে এসব মেধাবীদের জন্য গর্ববোধ করি।’

অনুষ্ঠানে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন,‘আমরা আজ খুব খুশি, কত খুশি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। বাংলাদেশের প্রযুক্তিখাতে অনেক এগিয়ে যাচ্ছি, তা নতুন করে বলার প্রয়োজন পড়ে না। আগামীতে তরুণ মেধাবীরা নিজেকে আরও দক্ষ ও মেধাবী হিসেবে প্রমাণ করতে সক্ষম হবে।’ এসময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ছয় বিজয়ীর হাতে ছয়টি ল্যাপটপ তুলে দেন তিনি।