X
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
২ জ্যৈষ্ঠ ১৪৩১

রাজধানীতে মাদক কারবারির ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৯ এপ্রিল ২০২৪, ২০:৪৫আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ২১:৩৪

রাজধানীর দক্ষিণখানে মাদক কারবারির ছুরিকাঘাতে হযরত আলী (২৪) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। তিনি একটি স’মিলে কাজ করতেন।

অভিযোগ রয়েছে, রবিবার রাতে দক্ষিণখানের গাওয়াইর বাজার এলাকায় স্থায়ীয় চিহ্নিত মাদক কারবারি সেলিমের সঙ্গে হযরত আলীর হাতাহাতির ঘটনা ঘটে। পরে সোমবার (২৯ এপ্রিল) সকালে সেলিম ও তার সঙ্গীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান হযরত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) আজাহারুল ইসলাম বলেন, সেলিম নামে এক মাদক কারবারি হযরতের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এসআই আরও বলেন, মাদক কারবারি সেলিম ও তার সঙ্গীদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিহতের বড় ভাই আসাদ জানান, সোমবার সকালে দক্ষিণখান গাওয়াইর বাজার এলাকায় মাদক কারবারি সেলিম তার ভাইকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিক্যালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

নিহত হযরত আলী ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার চৌধার গ্রামের রাজমিস্ত্রি আব্দুর রশিদের ছেলে। তিন ভাই তিন বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। দক্ষিণখান থানার গাওয়াইর খলিল বক্স রোডে ভাড়া বাসায় থাকতেন। তিনি উত্তরা আজমপুরে একটি স’মিলে কাজ করতেন।

/এআইবি/এবি/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
কচুরিপানার মধ্যে ভাসছিল বস্তাবন্দি লাশ: ২১ বছর পর ৩ জনের যাবজ্জীবন
‘জমি নিয়ে বিরোধে’ ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে হত্যার অভিযোগ
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯
সর্বশেষ খবর
প্রথমবারের মতো টেলকো বিমার দাবি নিষ্পত্তি করলো বাংলালিংক ও গার্ডিয়ান
প্রথমবারের মতো টেলকো বিমার দাবি নিষ্পত্তি করলো বাংলালিংক ও গার্ডিয়ান
আফতাবনগরে মীনা বাজারের ৪১তম আউটলেট
আফতাবনগরে মীনা বাজারের ৪১তম আউটলেট
মির্জাপুরে ‘সাপের কামড়ে’ ২ নারীর মৃত্যু
মির্জাপুরে ‘সাপের কামড়ে’ ২ নারীর মৃত্যু
নোয়াখালীতে ষাটোর্ধ্ব বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ
নোয়াখালীতে ষাটোর্ধ্ব বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ
সর্বাধিক পঠিত
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
শিক্ষার্থী ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ
শিক্ষার্থী ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ
রণক্ষেত্রে রুশ অগ্রগতি পাল্টে দিতে পারে ইউক্রেন যুদ্ধের গতিপথ
উদ্বিগ্ন হোয়াইট হাউজরণক্ষেত্রে রুশ অগ্রগতি পাল্টে দিতে পারে ইউক্রেন যুদ্ধের গতিপথ
বাবার নির্বাচনি প্রচারণায় নামা মেয়ের গাড়ির ধাক্কায় শিশু নিহত
বাবার নির্বাচনি প্রচারণায় নামা মেয়ের গাড়ির ধাক্কায় শিশু নিহত
সৌরবিদ্যুতের দাম নিয়ন্ত্রণের চেষ্টায় সরকার
সৌরবিদ্যুতের দাম নিয়ন্ত্রণের চেষ্টায় সরকার