জবির সাবেক শিক্ষক রাজীব মীর মারা গেছেন

রাজীব মীরজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক রাজীব মীর (মীর মোশাররফ হোসেন) মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে চেন্নাইয়ে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জুনায়েদ আহমদ হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরে অসুস্থ রাজীব মীর চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ১৭ জুলাই রাতে স্ট্রোকে আক্রান্ত হন। এরপর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

রাজীব মীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষকতা করেছেন।

আরও পড়ুন: মরণাপন্ন রাজীব মীরকে বাঁচাতে প্রয়োজন মাত্র ১০ টাকা