‘একাডেমিয়া’ গণিত অলিম্পিয়াডের বাছাই পর্ব অনুষ্ঠিত

গণিত অলিম্পিয়াডের বাছাই পর্বে নেওয়া অংশ নেওয়া শিক্ষার্থীরাইংরেজি মাধ্যম স্কুল ‘একাডেমিয়া’ আয়োজিত সপ্তম ইংরেজি মাধ্যমে গণিত অলিম্পিয়াড-২০১৮ প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ অক্টোবর) সকালে রাজধানীতে একাডেমিয়া স্কুলের নিজস্ব ৮ ক্যাম্পাসে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।

বাছাই পর্বে ঢাকা ও ঢাকার বাইরের সেরা ৩৭টি ইংরেজি মাধ্যম স্কুলের প্রায় ৩৫০০ শিক্ষার্থী অংশ নেয়। এ থেকে ৫০০ থেকে ৬০০ শিক্ষার্থীকে চূড়ান্ত পর্বে পরীক্ষা দিতে পারবে। ক্লাস ওয়ান থেকে ‘এ’ লেভেল পর্যন্ত সব ক্লাসের শিক্ষার্থীরা অংশ নিয়েছে বাছাই পর্বে।

গণিত অলিম্পিয়াডের বাছাই পর্বে নেওয়া অংশ নেওয়া শিক্ষার্থীরা

সপ্তম ইংরেজি  মাধ্যম গণিত অলিম্পিয়াড-২০১৮ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে আগামী ২৬ অক্টোবর। চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), মাদানি এভিনিউ, গুলশানের স্থায়ী ক্যাম্পাসে।

একাডেমিয়া আয়োজিত সপ্তম ইংরেজি মাধ্যম গণিত অলিম্পয়াড প্রতিযোগিতাটি স্পন্সর করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউআইইউ। প্রতিযোগিতাটির মিডিয়া পার্টনার বাংলা ট্রিবিউিন।