সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এডুকো’র শিক্ষাবৃত্তি

 

01সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রেরণামূলক শিক্ষাবৃত্তি প্রদান করেছে এডুকো বাংলাদেশ। এ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এডুকো বাংলাদেশ, হাজারিবাগ-নীমতলী, ঢাকায় অনুষ্ঠিত এই বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সিটি করপোরেশন ও ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. সেলিম।

এডুকো পাঠশালার প্রধান শিক্ষক মো. রুবেল আজিজের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রওশন আরা লীনা, ইন্সট্রাকটর, থানা রিসোর্স সেন্টার, ধানমন্ডি, লন্ডন কুমার চৌধুরী, উপ পুলিশ পরিদর্শক, হাজারীবাগ থানাসহ, শিক্ষার্থী ও অবিভাবকরা।

এডুকো বাংলাদেশ সুবিধাবঞ্চিত ছেলেমেয়েদের জন্য যেভাবে মৌলিক শিক্ষা এবং শিশু অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে তা এক উজ্বল দৃষ্টান্ত উল্লেখ করে বক্তারা বলেন, আজকের এই আয়োজনের মধ্য দিয়ে এডুকো বাংলাদেশ আরেকবার প্রমাণ করলো যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য নিরলশভাবে কী করা যেতে পারে।’
এসময় বক্তারা এডুকো বাংলাদেশের পাশে থেকে এর সকল কার্যক্রমে সহায়তাকের ভূমিকা পালন করতে সবার প্রতি আহ্বান জানান।