এমপিও পাচ্ছেন পাঁচ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা

 

শিক্ষা মন্ত্রণালয়পঞ্চগড় জেলার সদ্য বিলুপ্ত ছিটমহলের পাঁচটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা এমপিও (মান্থলি মেমেন্ট অর্ডার) সুবিধা পাচ্ছেন। নিবন্ধনের শর্ত শিথিল করে তাদেরকে এমপিও দিতে জেলা প্রশাসকের কাছে তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২৬ ডিসেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই নির্দেশনা দেওয়া হয়।

উপসচিব মো. কামরুল হাসান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, পঞ্চগড় ও বেদীগঞ্জ উপজেলার পাঁচটি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের নিবন্ধনের শর্ত শিথিল করে এমপিওভুক্ত করার জন্য প্রধানমনস্ত্রীর ডিও রয়েছে। এমতাবস্থায় এমপিওভুক্তির বিষয়ে প্রতিবেদন পাঠানোর জন্য অনুরোধ করা হলো।  

শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, পঞ্চগড় জেলার বোদা ও দেবীগঞ্জ উপজেলার পাঁচটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকদের নিবন্ধনের শর্ত শিথিল করে তাদের এমপিও দিতে প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশনা রয়েছে। দীর্ঘ সময় ধরে পিছিয়ে পড়া এই অঞ্চলের জনগোষ্ঠীকে শিক্ষার সুযোগ দিতেই নিবন্ধন শিথিল করা হচ্ছে। সেখানকার শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখে সমাজের মূল স্রোতে ফিরিয়ে নিতে এই ব্যবস্থা নিচ্ছে সরকার। 

বর্তমানে শিক্ষক হতে হলে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করে তারপর নিয়োগ পেতে হয়। কিন্তু, এসব শিক্ষা প্রতিষ্ঠানে আগে থেকেই লেখাপড়া চলছিল, ফলে তাদের কোনও শিক্ষক নিবন্ধন নেই।