প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু ২৪ মে





প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ২৪ মে থেকে শুরু হচ্ছে। এই পরীক্ষা চার ধাপে নেওয়া হবে। ২৪ মে অনুষ্ঠিত হবে প্রথম ধাপের পরীক্ষা। প্রাথমিক শিক্ষা অধিদফতর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত ২০১৮ সালের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা চার ধাপে পর্যায়ক্রম অনুষ্ঠিত হবে। আগামী ২৪ ও ৩১ মে এবং ১৪ ও ২১ জুন এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে।

প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, গত বছরের ১ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন জমা নেওয়া হয়। আবেদন পড়েছে ২৪ লাখের বেশি। ১৩ হাজার পদের বিপরীতে এই আবেদন জমা পড়ে।