ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

দুই পক্ষকেই শান্ত থাকার নির্দেশ শিক্ষা উপমন্ত্রীর

মহিবুল হাসান চৌধুরী নওফেল

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষের ঘটনায় বাড়াবাড়ি না করে দুই পক্ষকেই শান্ত থাকার নির্দেশ দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন বলে জানান মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি ও চানখারপুল এলাকায় হামলা ও পাল্টা হামলায় ঢাকা কলেজ ও সিটি কলেজের ছয় শিক্ষার্থী আহত হয়েছেন। অভিযোগ রয়েছে, পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সায়েন্স ল্যাব এলাকায় অজ্ঞাত যুবকরা ঢাকা কলেজের প্রথম বর্ষের পাঁচ শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে। এরপর বেলা তিনটার দিকে চানখারপুলে সিটি কলেজের এক শিক্ষার্থীকে বাস থেকে নামিয়ে মারধর করে ঢাকা কলেজের ছাত্ররা।

এই ঘটনায় দুই কলেজের দুই পক্ষকেই শান্ত থাকার নির্দেশ দিয়ে উপমন্ত্রী বলেন, ‘দোষীদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনও পক্ষই যেনও বাড়াবাড়ি না করে। তারা যেনও শান্ত থাকে।’