মুজিববর্ষে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি রাবি ছাত্রলীগের

 

মুজিববর্ষে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি রাবি ছাত্রলীগেরমুজিববর্ষে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। নোয়াখালী ও খুলনায় দুই ছাত্রলীগ নেতাকর্মী হত্যার প্রতিবাদে মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তারা এ দাবি জানান।

রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় কর্মসূচিতে ছাত্রলীগ নেতাকর্মীরা বলেন, ‘আমরা যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করতে যাচ্ছি, ঠিক সেসময় স্বাধীনতাবিরোধী অপশক্তির হাতে আমাদের ভাইয়েরা হত্যার শিকার হচ্ছে। আর কত রক্ত গেলে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ হবে?’

তারা বলেন, ‘ছাত্রলীগ নেতাকর্মীদের অনেক ত্যাগের বিনিময়ে এখন রাবি ক্যাম্পাস জামায়াত-শিবিরমুক্ত হয়েছে। কিন্তু স্বাধীনতা বিরোধীরা দেশব্যাপী আবারও সংগঠিত হওয়া চেষ্টা করছে। এদের রুখে দিতে এখনই বাংলাদেশের মাটিতে জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধ করতে হবে। আমরা চাই মুজিববর্ষেই জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ হোক।’

এর আগে সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে দলীয় টেন্ট থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

কর্মসূচিতে শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সহ-সভাপতি কাজী লিংকন, হাবিবুল্লাহ নিক্সন, যুগ্ম সম্পাদক সরকার ডনসহ শাখা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রবিবার (১ মার্চ) রাতে নোয়াখালীর বেগমগঞ্জে শিবিরের হামলায় কয়েকজন ছাত্রলীগ কর্মী গুরুতর আহত হন। সোমবার (২ মার্চ) হাসপাতালে মারা যান ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম। একইদিন খুলনার কয়রায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত আরেক নেতা মো. হাদিউজ্জামান রাসেলের মৃত্যু হয়।