প্রাথমিকের মাঠ পর্যায়ের প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনার স্থগিত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

করোনা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা প্রশাসনের মাঠ পর্যায়ে অনুষ্ঠিতব্য সব ধরনের প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনার স্থগিত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সোমবার (১৭ মার্চ) মন্ত্রণালয়ের উপসচিব মনোয়ারা ইশরাতের সই করা আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদফতরের অধীন সব পিটিআই (প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট) উপজেলা রিসোর্স সেন্টার এবং জাতীয় প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমিতে অনুষ্ঠিত সকল প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনার আগামী ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করা হলো।

1