সরকারি প্রণোদনা চান ৬ লাখ কিন্ডারগার্টেন শিক্ষক

1প্রধানন্ত্রীর কাছে প্রণোদনা চেয়ে নিজেদের ফেসবুকে খোলা চিঠি পোস্ট করেছেন দেশের ৬ লাখ কিন্ডারগার্টেন শিক্ষক। রবিবার (১৭ মে) শিক্ষকরা নিজেদের ফেসবুকে আইডিতে এই খোলা চিঠি পোস্ট করেন। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. মিজানুর রহমান বলেন, ‘আমরা ৬ লাখ শিক্ষক সকাল ১১টায় প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি ফেসবুকে পোস্ট করেছি। করোনার এই সংকটে কিন্ডারগার্টেন স্কুল বন্ধ। শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন। তাই প্রধানমন্ত্রীর কাছে প্রণোদনা চেয়েছি।’
প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠিতে বলা হয়, ‘করোনাভাইরাসের এমন সংকটের সময় আমরা তাকিয়ে আছি প্রধানমন্ত্রী দিকে। এই মুহূর্তে আমরা আপনার প্রণোদনা প্রত্যাশী। আমাদের জন্য সহজশর্তে দীর্ঘ মেয়াদিঋণের ব্যবস্থা করুন। কিন্ডারগার্টেন স্কুলগুলোকে বাঁচিয়ে রাখুন।’