জাতীয়করণসহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের ৭ দাবি

NPC2জাতীয়করণ ও কোড বিহীন মাদরাসাগুলোকে কোড নম্বরে অন্তর্ভুক্ত করাসহ ৭ দফা দাবি জানিয়েছে মাদরাসা শিক্ষকরা। বুধবার (১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদারাসা শিক্ষক সমিতি আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।

মানববন্ধনে বলা হয়, আগামী ঈদুল আজহার মধ্যে প্রধানমন্ত্রী দাবিগুলো বাস্তবায়নের ঘোষণা না দিলে ৯ আগস্ট থেকে দেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

তাদের অন্যান্য দাবিগুলো হচ্ছে- স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা নীতিমালা ২০১৮ সংশোধন করে আলিম শিক্ষক একজনের পরিবর্তে এইচএসসি পাস একজন অন্তর্ভুক্ত করা, মাদরাসায় অফিস সহকারী নিয়োগ, মাদরাসা শিক্ষকদের পিটিআই ট্রেনিংয়ের ব্যবস্থা করা, মাদরাসার আসবাবপত্রসহ ভবন নির্মাণ করা এবং মাদরাসা স্থায়ী রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা।

মানববন্ধনে সমিতির সভাপতি হাফেজ মাওলানা কাজী ফয়জুর রহমান, মহাসচিব কাজী মোখলেছুর রহমানসহ দেশের বিভিন্ন এলাকার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকরা উপস্থিত ছিলেন।