অ্যাপে যুক্ত হলো শিক্ষার ১৩০ সেবার প্ল্যাটফর্ম

শিক্ষা মন্ত্রণালয়শিক্ষা ক্ষেত্রে সরকারি সেবা স্বচ্ছ ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘myGov’ অ্যাপে ১৩০ সেবার প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রবিবার (২৭ সেপ্টেম্বর) অনলাইন উদ্বোধনী এ অনুষ্ঠানে যুক্ত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। মুজিববর্ষ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর এই কার্যক্রম উদ্বোধনের আয়োজন করে।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘ডিজিটালাইজেশনের মাধ্যমে সরকারি সেবাগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সহজ হয়। এর ফলে সরকারের সেবাগুলো জনগণের হাতের মুঠোয় পৌঁছে যায়।’
অনলাইন এই উদ্বোধন অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘যদি ই-নথির ব্যবস্থা করা না হত এবং পাঠ্য পুস্তকের ডিজিটাল কনটেন্ট তৈরি করা না হত তাহলে এত সফলভাবে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলা করা যেত না। ’
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘প্রযুক্তি ব্যবহারে আমাদের মানসিকতার পরিবর্তন জরুরি। বিশেষ করে সেবাদাতার মানসিকতা পরিবর্তন খুব দরকার। সেবাগ্রহীতাকেও জানতে হবে কীভাবে সেবাটি পাওয়া যাবে।’
অনুষ্ঠানে আরও যুক্ত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক প্রশাসন অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী।
উল্লেখ্য, ‘myGov’ অ্যপের এই প্ল্যাটফর্ম ব্যবহার করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফরের সব রকমের সেবা পাওয়া যাবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফর এই প্লাটফর্মের মাধ্যমে ১৩০ রকমের সেবা দেবে।