X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

সারা দেশে আগামী কয়েকদিন বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ জুলাই ২০২৫, ১০:৪১আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১১:৩৮

রাজধানীসহ আশপাশের এলাকায় গত ২৪ ঘণ্টায় ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) এসব এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসময় আকাশ হালকা মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এছাড়া, আগামী কয়েক দিন দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আবহাওয়া অধিদফতরের সবশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সংস্থাটি জানায়, ৪ জুলাই থেকে ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ আরও কিছুটা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ৫ জুলাই থেকে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বেশি বৃষ্টিপাত হতে পারে, যা ৬ ও ৭ জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ (শুক্রবার) দক্ষিণ অথবা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আর আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ।

আবহাওয়া অফিস জানিয়েছে, চলমান মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে রাজধানীতে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে। তবে ভারী বর্ষণের সম্ভাবনা কম থাকলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অন্যদিকে, সারাদেশেই ভারী বর্ষণের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদফতর। বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 পশ্চিম-মৌসুমি বায়ুর সক্রিয়তার ফলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে, আবহাওয়া অধিদফতর সম্ভাব্য বন্যা ও জলাবদ্ধতার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিশেষ করে নিম্নাঞ্চল ও নদীবর্তী এলাকায় বসবাসকারীদের প্রতি বাড়তি সতর্কতার আহ্বান জানানো হয়েছে।

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শ্রীলঙ্কায় দ্বিতীয় ওয়ানডের আগের দিন লন্ডনে গেলেন সিমন্স
শ্রীলঙ্কায় দ্বিতীয় ওয়ানডের আগের দিন লন্ডনে গেলেন সিমন্স
পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ ‘ব্লকেড’ পুলিশের সঙ্গে হাতাহাতি
পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ ‘ব্লকেড’ পুলিশের সঙ্গে হাতাহাতি
দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ২ জন নিহত
দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ২ জন নিহত
ফুটবলের উন্নয়নে বাংলাদেশ-তুরস্কের পারস্পরিক সহযোগিতার আশ্বাস
ফুটবলের উন্নয়নে বাংলাদেশ-তুরস্কের পারস্পরিক সহযোগিতার আশ্বাস
সর্বাধিক পঠিত
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল