এর আগে গত ২৯ জুলাই এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে।
আদেশে আট সদস্যের এই কমিটিতে পরিচালক (কলেজ ও প্রশাসন), পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের পরিচালক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি, মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব (অভ্যন্তরীণ নিরীক্ষা), মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব (বেসরকারি মাধ্যমিক-৩) ঢাকা শিক্ষা বোর্ডের একজন প্রতিনিধি সদস্য থাকবেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব (বেসরকারি কলেজ-৬) সদস্য সচিব থাকবেন।
এই কমিটি আগামী দুই সপ্তাহের মধ্যে নীতিমালার খসড়া তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে দাখিল করতে হবে।