X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

হাতিরঝিলে চাঞ্চল্যকর চুরি: ৭৪ লাখ টাকা  উদ্ধার, কেয়ারটেকার গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২৫, ১৫:২১আপডেট : ১৫ মে ২০২৫, ১৭:২৮

রাজধানীর হাতিরঝিল এলাকায় একটি বাসায় চাঞ্চল্যকর চুরির ঘটনায় দায়ের করা মামলায় চুরি হওয়া ৭৪ লাখ টাকা উদ্ধারসহ চোরকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. উজ্জল (৩১)। সে ওই বাসার কেয়ারটেকার হিসেবে কাজ করতো।

মঙ্গলবার (১৪ মে) দিবাগত রাতে গাজীপুর সদর থানার মৌবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, পশ্চিম রামপুরার মহানগর প্রজেক্টে কক্সবাজারের হোটেল সী প্যালেসে মালিক এ.এস.এম আলাউদ্দিন ভূইয়ার বাসায় চুরির ঘটনা ঘটে। গত ১০ মে  আলাউদ্দিন ভূইয়া হাতিরঝিল থানায় অভিযোগ করেন। তিনি উল্লেখ করেন যে বাসার কেয়ারটেকার মো. উজ্জ্বল তার বাসা থেকে এক কোটি ৫০ লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালংকার (আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা) এবং ৭ হাজার মার্কিন ডলার চুরি করে পালিয়ে গেছে। এই অভিযোগের ভিত্তিতে উজ্জল, তার স্ত্রী নাসরিন ও মা লুৎফার বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়।

পুলিশ সিসিটিভি ফুটেজে দেখতে পায়, ২ মে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে উজ্জল বাসার সিসি ক্যামেরাগুলো ওপরের দিকে ঘুরিয়ে দেয় এবং আলাউদ্দিন ভূইয়ার কক্ষে প্রবেশ করে। পরদিন ৩ মে দুপুর সাড়ে ১২টায় উজ্জল একটি ব্যাগ কাঁধে নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়।

পুলিশ জানায়, উজ্জল ব্যবসায়ী আলাউদ্দিন ভূইয়ার কক্সবাজারের হোটেলে ছয় বছর আগে বাবুর্চি হিসেবে কাজ করতো। ২০১৯ সাল থেকে সে ঢাকায় আলাউদ্দিনের বাসায় কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিল। আলাউদ্দিন ভূইয়ার স্ত্রীর মৃত্যুর পর উজ্জল তার বাসার যাবতীয় কাজ করতো এবং আলমারির লকারের পাসওয়ার্ডও জানতো।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান আরও জানান, উজ্জলকে গ্রেফতারের পর তার তার বাসার আলমারি থেকে ৬০ লাখ টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে উজ্জ্বল স্বীকার করে যে চুরি করা টাকা দিয়ে সে একটি আলমারি ও ফ্রিজ কিনেছে, যা পরে পুলিশ জব্দ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জল জানায়, চুরি করা আরও ১৪ লাখ টাকা গাজীপুর সদর থানার শিমুলতলী বাজারে তার ভগ্নিপতির বাড়িতে লুকিয়ে রেখেছে। পরে বিকালে পুলিশ তার ভগ্নিপতির বাড়ির শয়নকক্ষের খাটের নিচ থেকে ওই ১৪ লাখ টাকা উদ্ধার করে।

মামলার অপর দুই আসামিকে গ্রেফতার ও চুরি হওয়া অবশিষ্ট টাকা উদ্ধারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানায় পুলিশ।

/কেএইচ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বহিষ্কৃত যুবদল নেতা জাহিদ মোড়লের ভাই দেলোয়ার গ্রেফতার
সারা দেশে একদিনে গ্রেফতার আরও ১৪৮৭ জন
তেজগাঁওয়ে বৈদেশিক মুদ্রা ডাকাতির ঘটনায় গ্রেফতার ১৩
সর্বশেষ খবর
হারের বৃত্ত ভেঙে সিরিজ বাঁচানোর মিশনে বাংলাদেশ
হারের বৃত্ত ভেঙে সিরিজ বাঁচানোর মিশনে বাংলাদেশ
চট্টগ্রাম বন্দর ও কাস্টমস: রফতানি-কনটেইনার হ্যান্ডলিং-রাজস্ব আদায়ে রেকর্ড
চট্টগ্রাম বন্দর ও কাস্টমস: রফতানি-কনটেইনার হ্যান্ডলিং-রাজস্ব আদায়ে রেকর্ড
ফিরে দেখা: ৫ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৫ জুলাই ২০২৪
ঢাকায় বিশাল জমায়েত করে সরকার কাছ থেকে প্রাপ্য বুঝে নেওয়া হবে: নাহিদ ইসলাম
ঢাকায় বিশাল জমায়েত করে সরকার কাছ থেকে প্রাপ্য বুঝে নেওয়া হবে: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব