ডিপিএড কোর্সে ভর্তি পরীক্ষার সময় বাড়লো

ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) কোর্সে ভর্তির লিখিত পরীক্ষার সময় আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) এর মঙ্গলবার (৫ জানুয়ারি) জারি করা বিজ্ঞপ্তিটি বুধবার (৬ জানুয়ারি) প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেপের ওয়েবসাইট (www.nape.gov.bd) এর ডিপিএড মেনুর সাব মেনুতে প্রবেশ করে ডিপিএড ফরম ফিল আপ মেনুতে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে।

ভর্তির শর্ত

১) পরীক্ষা ফি মাথাপিছু ২ হাজার ৬০০ টাকা শিওর ক্যাশের মাধ্যমে অনলাইন ফরমের নির্দেশনা অনুযায়ী পিটিআই ওয়ালেটে দাখিল করতে হবে। শিওর ক্যাশ এজেন্ট চুক্তি মোতাবেক ২৬ টাকা চার্জ নেবেন।

২) ফি পরিশোধের পর যথাযথভাবে অনলাইন পদ্ধতিতে ফরম পূরণ করে সাবমিট করতে হবে।

৩) পূরণ করা ফরম এর হার্ড কপি সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে নিজ পিটিআইয়ে জমা দিতে হবে।

৪) ফরম পূরণের পর আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

৫) ২০১৯ সালের ডিপিএড পরীক্ষায় অকৃতকার্য ও বহিষ্কৃত পরীক্ষার্থীদের ক্ষেত্রে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে একইভাবে ফরম পূরণ করতে হবে।

৬) এ ক্ষেত্রে কোনও টেকনিক্যাল সমস্যার সম্মুখীন হলে ময়মনসিংহের জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) -এর প্রোগ্রামার দিলীপ কুমার সরকারের (মোবাইল নম্বর নম্বর ০১৭১৮২৯৭১২১ এবং dksarker2011@gmail.com সঙ্গে যোগাযোগ করতে হবে।