মাগুরা, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় পৃথক পৃথক অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। রবিবার (৬ জুলাই) দিবাগত রাতে সেনাবাহিনীর নেতৃত্বে এসব অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র এবং মানুষের একটি খুলিও উদ্ধার করা হয়েছে। এ সময় চার জনকে গ্রেফতার করার কথা জানিয়েছে সেনাবাহিনী।
সোমবার (৭ জুলাই) সকালে সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়, রাত আনুমানিক ৩টায় মাগুরা জেলার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক অভিযানে একটি পিস্তল, দুটি রিভলভার, একটি ম্যাগজিন ও ১১ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেফতার করা হয়।
একই সময়ে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার কাতলাগাড়ি এলাকায় চালানো আরেকটি অভিযানে একটি লং ব্যারেল গান, একটি স্টান গান এবং দেশীয় ধারালো অস্ত্রসহ একজনকে আটক করা হয় বলেও জানিয়েছে সেনাবাহিনী।
অন্যদিকে রাত ৪টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রামচন্দ্রপুর এলাকায় একটি পরিত্যক্ত দোকান থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান শুটার গান। পরে দোকানটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একটি মানুষের খুলি। ঘটনার সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে দোকানের মালিককে গ্রেফতার করা হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। একই সঙ্গে অপরাধসংক্রান্ত যেকোনও তথ্য নিকটস্থ সেনাক্যাম্প বা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে জানানোর জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।