এমপিওভুক্তির সুপারিশ পেয়েছেন ১২১০ জন, বিএড স্কেল ৯০৮ জন

নতুন করে এমপিও সুপারিশ পেয়েছন ১ হাজার ২১০ জন শিক্ষক। এর মধ্যে স্কুলের শিক্ষক রয়েছেন ৯১৮ জন এবং কলেজের শিক্ষক রয়েছেন ২৯২ জন। এছাড়া বিএড স্কেলের জন্য সুপারিশ পেয়েছেন ৯০৮ জন শিক্ষক। রবিবার (১৭ জানুয়ারি) এমপিও সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় এসব সিদ্ধান্ত হয়।

সভায় উচ্চতর গ্রেডের সুপারিশ পেয়েছেন ২ হাজারের বেশি শিক্ষক। এছাড়া ইনডেক্সধারী শিক্ষকদের বকেয়া এমপিও সুপারিশ করা হয়েছে।

আর বিএড স্কেলের জন্য সুপারিশ করা হয়েছে ৯০৮ জন স্কুল শিক্ষকের। এর মধ্যে বরিশাল অঞ্চলের ৭৭ জন, চট্টগ্রাম অঞ্চলের ৬০ জন, কুমিল্লা অঞ্চলের ৯৫ জন, ঢাকা অঞ্চলের ১১৬ জন, খুলনা অঞ্চলের ১৫৪ জন, ময়মনসিংহ অঞ্চলের ১৩২ জন, রাজশাহী অঞ্চলের ৭১ জন, রংপুর অঞ্চলের ১৪৮ জন এবং সিলেট অঞ্চলের ৫৫ জন শিক্ষক রয়েছেন।