জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের চতুর্থ বর্ষের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষাও স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থগিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচী পরবর্তী সময় জানানো হবে।

এর আগে সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

প্রসঙ্গত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের ২য় বর্ষ ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা গত ১৩ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়। পরীক্ষা চলার কথা ছিল ২৩ মার্চ পর্যন্ত। আর ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা গত ১৭ জানুয়ারি থেকে শুরু হয়।

এদিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ পরবর্তী সময় জানানো হবে।