শিক্ষাপ্রতিষ্ঠান চালুর প্রাকপ্রস্তুতি জানতে চেয়েছে সরকার

কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম চালু করার লক্ষ্যে কী প্রাকপ্রস্তুতি গ্রহণ করা হয়েছে তা জানতে চয়েছে সরকার। বৃহস্পতিবার (৪ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত আদেশ জারি করে। আগামী ১০ মার্চের মধ্যে প্রাকপ্রস্তুতির ব্যবস্থা সংক্রান্ত তথ্য উপজেলা ও থানা শিক্ষা অফিসারদের পাঠাতে বলা হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের বুধবার (৩ মার্চ) স্বাক্ষরিত আদেশটি বৃহস্পতিবার (৪ মার্চ) প্রকাশ করা হয়।

আদেশে বলা হয়, সরকারের ‘গাইড লাইন’ অনুযায়ী সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের জন্য স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। ওই নির্দেশনা অনুযায়ী, উপজেলা/থানা অধিক্ষেত্রের শিক্ষাপ্রতিষ্ঠানের নেওয়া ব্যবস্থার তথ্য এক্সল ফরমেটে নির্ধারিত ছকে  dddshesecondary@gmail.com ইমেইলের মাধ্যমে সফট কপি আগামী ১০ মার্চের মধ্যে জেলা শিক্ষা অফিসার মারফত পাঠাতে হবে।

নির্ধারিত ছকে শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, উপজেলা/থানার নাম, কী ব্যবস্থা গ্রহণ সম্পন্ন হয়েছে, ৩০ মার্চের মধ্যে ব্যবস্থা গ্রহণ করতে পারবে কিনা, ২৯ মার্চের মধ্যে ব্যবস্থা গ্রহণ না করতে পারলে তার কারণ উল্লেখ করতে বলা হয়েছে।