সোমবার হাজী দানেশে যাচ্ছে ইউজিসির তদন্ত কমিটি

আর্থিক দুর্নীতিসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির তদন্ত করতে দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত কমিটি।  সোমবার (১৫ মার্চ) সকালে তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবে। 

রবিবার (১৪ মার্চ) সন্ধ্যায় তদন্ত কমিটির প্রধান ইউজিসির সদস্য ড. বিশ্বজিৎ চন্দ বলেন, ‘কাল হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তদন্তে যাচ্ছি।  বেশিরভাগ অভিযোগের তদন্ত হয়েছে। দুই-একটি অভিযোগ যা রয়েছে সেগুলোর তদন্ত করতে যাওয়া হবে।’

রবিবার (১৪ মার্চ) রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর বিরুদ্ধে ৪৫টি অভিযোগ তদন্তে ক্যাম্পাসে যায় তদন্ত কমিটি।

জানা গেছে, বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আর্থিক অনিয়মসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ তদন্ত করছে ইউজিসি।