অর্ধেক জনবলে কার্যক্রম পরিচালনার নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর, সংস্থাসহ শিক্ষাপ্রতিষ্ঠান ৫০ শতাংশ জনবলে পরিচালনার নির্দেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুই সপ্তাহ এ আদেশ বলবত থাকবে।

রবিবার (৪ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করে।

এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন জানিয়েছিলেন, ছুটির সময় অর্ধেক জনবল দিয়ে পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠানের অফিস চালু থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির সময় শিক্ষার্থীদের নিরাপত্তা ও করোনার বিস্তার রোধে শিক্ষার্থীরা বাসা-বাড়িতে অবস্থান করবে।

রবিবার (৪ এপ্রিল) মন্ত্রণালয়ের জারি করা আদেশে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব, উপসচিব, সিনিয়র সহকারী সচিব যথা নিয়মে অফিসে উপস্থিতি থাকবেন। উইং প্রধানরা পর্যালোচনা করে নিজ নিজ উইংয়ের অধিশাখা, শাখাগুলোর সাপোর্ট স্টাফদের দৈনিক উপস্থিতির সংখ্যা নিরূপণ করবেন। জরুরি প্রয়োজন ছাড়া শাখা ও অধিশাখার কর্মরত স্টাফের শতকরা ৫০ শতাংশের বেশি হবে না। গর্ভবতী, অসুস্থ বয়স ৫৫ বছরের ঊর্ধ্বের কর্মকর্তা-কর্মচারীরা বাড়িতে অবস্থান করবেন।

আদেশে আরও বলা হয়, মন্ত্রণালয়ের অধিদফতর, দফতর ও অফিসে সভা সেমিনার, প্রশিক্ষণ, কর্মশালা যথাসম্ভব আয়োজন করতে হবে। দাফতরিক দায়িত্ব পালনকালে স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন অধিদফতর, দফতর, সংস্থার প্রধানরা প্রয়োজনমতে স্ব-স্ব প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের দৈনিক উপস্থিতির সংখ্যা প্রজ্ঞাপনের নির্দেশনার আলোকে নির্ধারণ করবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুই সপ্তাহ এ আদেশ বলবত থাকবে।

 


--