টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে বাংলাদেশে চতুর্থ ইউল্যাব

প্রথমবারের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে স্থান পেল ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।

ইউল্যাব কর্তৃপক্ষ জানায় বাংলাদেশ সাতটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রতিষ্ঠানটির স্থান চতুর্থ। বিশ্বের ১ হাজার ১১৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৫৬ তম স্থান লাভ করেছে।

বুধবার (২১ এপ্রিল) এই তথ্য প্রকাশ করে টাইমস হায়ার এডুকেশন।

জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গুরুত্বপূর্ণ অবদানের ওপর ভিত্তি করে এ র‌্যাংকিং করা হয়।