ভিকারুননিসার উন্নয়ন প্রকল্পের দেড় কোটি টাকার হিসেব নেই!

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির মাধ্যমিক শাখার সদস্য (অভিভাবক প্রতিনিধি) সিদ্দিকী নাসির উদ্দিনের কাছে উন্নয়ন প্রকল্পের ১ কোটি ৫৯ লাখ টাকার হিসাব চেয়েছেন অধ্যক্ষ। সম্প্রতি অধ্যক্ষ কামরুন নাহার চিঠি দিয়ে এই টাকার বিল-ভাউচারসহ হিসেব দাখিলের জন্য চিঠি দেন। রবিবার (২৫ এপ্রিল) ওই চিঠি গণমাধ্যমের কাছে আসে।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সুজন বলেন, ‘১ কোটি ৫৯ লাখ টাকার বিল ভাউচার জমা না দেওয়ায় অধ্যক্ষ চিঠি দিয়েছেন। কমিটির সদস্যসহ অভিভাবকরাও উন্নয়ন প্রকল্পের ওই টাকার হিসাব যথাযথভাবে নেওয়ার দাবি জানিয়েছেন। আমরা মনে করছি টাকা আত্মসাৎ করা হয়েছে। সে কারণেই গত ৮ এপ্রিল অধ্যক্ষ সাত দিনের সময় দিয়ে চিঠি দিলেও আজ (২৫ এপ্রিল) পর্যন্ত সিদ্দিকী নাসির উদ্দিন বিল ভাউচার চিঠির জবাবও দেননি।

গত ৮ এপ্রিলে অধ্যক্ষ স্বাক্ষরিত ওই চিঠিতে গভর্নিং বডির মাধ্যমিক শাখার সদস্য (অভিভাবক প্রতিনিধি) সিদ্দিকী নাসির উদ্দিনের কাছে ১ কোটি ৫৯ লাখ টাকার বিল ভাউচার জমা দেওয়ার নির্দেশ দেন। চিঠিতে আরও বলা হয়, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য আপনি প্রকল্প কমিটির আহ্বায়ক হিসেবে বিভিন্ন কিস্তিতে ১ কোটি ৫৯ লাখ টাকা অগ্রিম গ্রহণ করেছেন। কিন্তু আজ অবধি ওই টাকার বিল ভাউচার সমন্বয় করেননি। যা ভবিষ্যতে গুরুতর অডিট আপত্তির কারণ হবে।

এমতাবস্থায় ৭ দিনের মধ্যে অগ্রিম নেওয়া অর্থের বিল ভাউচার সমন্বয় করার জন্য অনুরোধ করা হলো।