এনটিআরসিএ’র জরুরি নির্দেশনা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রভাষক ও প্রদর্শক পদে আবেদনকারীদের নিবন্ধন পরীক্ষার সনদ ও নিবন্ধন পরীক্ষায় দাখিল করা কম্পিউটার/আইসিটি বিষয়ক সনদের ফটোকপি সরাসরি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রার্থীদের সরাসরি আগামী ২ জুনের মধ্যে এনটিআরসিএ কার্যালয়ে এসব কাগজ জমা দিতে হবে। রবিবার (২৩ মে) স্বাক্ষরিত বিজ্ঞপ্তি এনটিআরসিএ ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনটিআরসিএ কার্যালয় থেকে প্রকাশিত তৃতীয় নিয়োগ চক্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রভাষক ও প্রদর্শক পদে যারা আবেদন করেছেন, তাদের নিবন্ধন পরীক্ষার ও নিবন্ধন পরীক্ষায় দাখিল করা কম্পিউটার/আইসিটি বিষয়ক সনদের ফটোকপি আবশ্যিকভাবে আগামী ২ জুনের মধ্যে সরাসরি এনটিআরসিএ কার্যালয়ে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

প্রার্থীর রোল নম্বর, নাম, নিবন্ধন পরীক্ষায় পাসের ব্যাচ ও সেশন, কম্পিউটার/আইসিটি বিষয়ক ডিগ্রির নাম ও প্রতিষ্ঠানের নাম নির্ধারিত ছকে তৈরি করে জমা দিতে হবে।