১০১ উপজেলার প্রাথমিকে ঘাটতি বাজেট মঞ্জুর

২০২০-২০২১ অর্থবছরে দেশের ১০১টি উপজেলা/থানার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা খাতে ১১ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার ৭০০ টাকা ঘাটতি বাজেট মঞ্জুরি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এই ঘাটতি বাজেটের অব্যায়িত অর্থ আগামী ৩০ জুনের মধ্যে ফেরত দিতে হবে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের গত ১৩ জুনের মঞ্জুরি আদেশ মঙ্গলবার (১৫ জুন) প্রকাশিত হয়েছে।

এতে বলা হয়, দেশের ১০১টি উপজেলা/থানার শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা খাতে ব্যয় করার জন্য বিভাজন অনুযায়ী ঘাটতি বাজেট বরাদ্দ সংশ্লিষ্ট জেলা/থানা শিক্ষা কর্মকর্তাদের অর্থ খরচ করার ক্ষমতা দেওয়া হলো।

এই বরাদ্দ প্রাথমিক বিদ্যালয় খাতে মেটাতে হবে।  এই অর্থ সরকারি বিধি অনুযায়ী ব্যয় করতে হবে। চাহিদার চেয়ে বরাদ্দের পরিমাণ অতিরিক্ত হলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে মাসিক সিইও জমার সময় অতিরিক্ত অর্থ ফেরত দিতে হবে এবং অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমে মাসিক খরচের বিবরণী নিয়মিত এন্ট্রি করতে হবে।