বিদেশগামী শিক্ষার্থীদের টিকার আবেদন জমা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়

বিদেশে উচ্চশিক্ষার জন্য যে সকল বাংলাদেশি শিক্ষার্থী যাবেন তাদের করোনার টিকা নেওয়ার নিবন্ধনের আবেদন জমা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে ১৩ জুলাই থেকে ২৭ জুলাইয়ের মধ্য বিদেশগামী শিক্ষার্থীদের আবেদন পাঠাতে হবে।

মঙ্গলবার (১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে ZIP বা PDF ফাইলে vaccine.coronacell@mofa.gov.bd ঠিকানায় ইমেইলে পাঠাতে হবে। এ ছাড়া এ নিয়ে কোনও তথ্যের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ই-মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে। ইমেইলে সাবজেক্টে লিখতে হবে Application for Covid-19 vacination for students studying abroad (passport no)।

ইমেইল পাঠানোর ৩ কার্যদিবস পর শিক্ষার্থীদের সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকা জন্য নিবন্ধন করতে নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আবেদনকারী শিক্ষার্থীদের নিচে উল্লেখিত লিংকে গিয়ে ফরমটি পূরণ করতে হবে। https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfko-6W2zPRSONj7AG580CIdYz68dZN0va8KxCPoOP5wfNiwg/viewform