অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ রাত ৯টায়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হবে মঙ্গলবার (২০ জুলাই) রাত ৯টায়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মোট ৬৭৬টি কলেজের ২ লাখ ১৪ হাজার ৮৪৪ পরীক্ষার্থী ৩০টি বিষয়ে পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার গড় পাসের হার ৭২ শতাংশ। এ পরীক্ষার ফল রাত ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd অথবা www.nubd.info)-এ পাওয়া যাবে। এ ছাড়া রাত ৯টা থেকে যেকোনও মোবাইল ফোনের মাধ্যমে nuH4Reg No (শেষের ৭ ডিজিট) লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করে ফল জানা যাবে।

উল্লেখ্য, চার বছরের সমন্বিত ফলাফল (CGPA) আগামী সপ্তাহে প্রকাশিত হবে।