প্রাথমিকের আউট সোর্সিং কর্মচারীদের টিকার ব্যবস্থা করতে নির্দেশ

প্রাথমিক শিক্ষা অধিদফতরে অধীন বিভিন্ন দফতরে কর্মরত দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের কোভিড-১৯ এর টিকা দেওয়ার ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।  বুধবার (২৮ জুলাই) এই নির্দেশনা জারি করে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

আদেশে বিভাগীয় উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার, সকল পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট, উপজেলা/থানা রিসোর্স সেন্টারকে এই নির্দেশ দেওয়া হয়।

আদেশে বলা হয় অধীনস্থ দফতরে দৈনিক মজুরিভিত্তিতে/আউট সোর্সিং এর মাধ্যমে নিয়োজিত কর্মচারীদের কোভিড-১৯ টিকা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

এর আগে বুধবার (২৮ জুলাই) বিকালে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্টদের আগামী ১১ জুলাইয়ের মধ্যে টিকা দেওয়ার ব্যবস্থা নিতে নির্দেশনা দেয় প্রাথমিক শিক্ষা অধিদফতর।