কওমি মাদ্রাসা খোলার ঘোষণা সত্য নয়: বেফাক

কওমি মাদ্রাসা খুলে দেওয়ার ঘোষণা সত্য নয় বলে জানিয়েছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)। বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে প্রতিষ্ঠানটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন রাতে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ১১ আগস্ট থেকে কওমি মাদ্রাসা খুলে দেওয়ার অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মাওলানা মোহাম্মদ জোবায়ের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তি প্রকাশের পর শিক্ষা মন্ত্রণালয় প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয়, কওমি মাদ্রাসা খুলে দেওয়ার বিষয়ে মন্ত্রণালয় এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি।

এই ঘটনার পর বেফাকের ভারপ্রাপ্ত মহাপরিচালক নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের প্যাড ব্যবহার করে আগামী ১১ আগস্ট থেকে মাদ্রাসা খোলার মিথ্যা খবর প্রকাশ করা হয়, যা নিতান্তই গর্হিত ও নিন্দনীয় কাজ। এরূপ নিন্দনীয় কাজের ফলে জনমনে বিভান্তির সৃষ্টি এবং বেফাকের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। অতিসত্বর এমন মিথ্যা খবরগুলো স্ব স্ব আইডি থেকে মুছে ফেলা এবং ভবিষ্যতে এমন কাজ না করার অনুরোধ করা হচ্ছে।

সেইসঙ্গে ফেসবুক কর্তৃক ভেরিফায়েডকৃত বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের নিজস্ব ফেসবুক পেইজ (http://www.facebook.com/wifaqbd) ব্যতীত অন্য কোনও আইডি থেকে প্রকাশিত বেফাক সংশ্লিষ্ট খবরে বিভ্রান্ত না হওয়া এবং তা প্রচার না করার আহ্বান জানানো হচ্ছে।