ক্লাসের বাইরে শিক্ষার্থীরা মাস্কহীন

শিক্ষা প্রতিষ্ঠানে দ্বিতীয় দিনের শ্রেণিকক্ষে ক্লাস করেছে শিক্ষার্থীরা। স্কুলে কঠোর বিধিনিষেধের মধ্যে থাকলেও বাইরে এসে অনেকে মানছে না। অনেক শিক্ষার্থী বাইরে মাস্ক পড়তে অনাগ্রহী। অভিভাবকদেরও জটলা পাকিয়ে আড্ডা দিতে দেখা গেছে।

শিক্ষার্থীরা সহপাঠীদের সঙ্গে ক্লাসে ফেরার আনন্দ বিনিময় করেছে স্কুল খোলার দ্বিতীয় দিনেও। অভিভাবকদের মধ্যেও উচ্ছ্বাস। করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি নিয়ে সতর্ক থাকার নির্দেশনা থাকলেও তা মানছে না কেউ কেউ।

সোমবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর কয়েকটি স্কুল ঘুরে দেখা গেলো, শরীরের তাপমাত্রা পরীক্ষা করে শ্রেণিকক্ষে প্রবেশ করতে দেওয়া হয় শিক্ষার্থীদের। প্রতি বেঞ্চে বসানো হয়েছে দুজন করে। অভিভাবকদের স্কুল ভবনের কাছাকাছি আসতে দেওয়া হয়নি ভিড় এড়াতে। কিন্তু  স্কুলে প্রবেশের আগে কিংবা স্কুল ছুটির পর বাইরে এসে অনেক শিক্ষার্থী মাস্ক খুলে ফেলছে। আবার অভিভাবকদের অনেকেই মাস্ক পরছে না।

রাজধানীর মিরপুরে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ছুটির পর দেখা গেলো অনেক শিক্ষার্থী মাস্ক খুলে কাঁধে হাত রেখে হাঁটছেন। কেউ কেউ সেলফি তুলছেন। আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান মডেল একাডেমিতেও (স্কুল) দেখা গেলো দল বেঁধে স্কুল আসছে শিক্ষার্থীরা, আবার ছুটির পর দল বেঁধে আড্ডাও দিচ্ছে। অনেকেই স্কুলের বাইরে মাস্ক পরছে না।

ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ মো. জহিরুল হক ভুঁইয়া বলেন, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে স্বাস্থ্যবিধির বিষয়ে সচেতন করা হচ্ছে। স্কুলের ভেতরেও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। আমরা অভিভাবকদেরও অনুরোধ জানাবো, তারা যেন সন্তানদের স্বাস্থ্যবিধি মানতে সচেতন করেন।