‘বাড়ছে আরও একটি ক্লাস’

মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি পাঠদানে শিগগিরই আরও একটি বিষয় যুক্ত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রবিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনের সময় সাংবাদিকদের এ কথা জানান তিনি।

দেড় বছর বন্ধ থাকার পর দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম শুরু করা হয় গত ১২ সেপ্টেম্বর থেকে। শুরুর দিন থেকে এসএসসি-এইচএসসি ও সমমান পরীক্ষার্থীসহ অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন দুটি বিষয়ের শ্রেণি পাঠদান অনুষ্ঠিত হয়। করোনা সংক্রমণ কমে যাওয়ায় শ্রেণি পাঠদান দুই বিষয়ের সঙ্গে আরও একটি বিষয় যুক্ত করার চিন্তাভাবনা চলছে।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা তো ছয় দিন ক্লাস করছি। নতুন কারিকুলামে যখন যাবো তখন পাঁচ দিন শ্রেণি পাঠদান করার কথা। দ্বাদশ ও দশম শ্রেণি প্রতিদিনই ক্লাস করছে। বাকি ৪টি শ্রেণি চার দিন আসছে। বাকি দুদিনে অষ্টম ও নবম শ্রেণি আসুক।’ 

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়ম মানতে দেখছি। যারা শিক্ষা প্রতিষ্ঠানে আসছে তাদের প্রত্যেকের দুটি ক্লাস। দুটি ক্লাসের সময় ৮০ মিনিট। অভিভাবকরা ভাবছেন, বাচ্চারা দূর-দূরান্ত থেকে আসছে, এটা বাড়িয়ে চারটি ক্লাস করে দেওয়া যায় কিনা। কিন্তু চারটি ক্লাস করতে হলে খাবারের বিষয় থাকবে। তখন আবার মাস্ক খুলতে হবে। বাড়ি থেকে খাবার নিয়ে এলে শেয়ারিং হবে। এতে করোনার ঝুঁকি বেড়ে যেতে পারে। তাই আমরা এখন চিন্তা করছি তিনটি ক্লাস নেওয়া যায় কিনা। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকবো।’