পিটিআই ও ইউআরসি’র সব পরিষেবা সার্ভিসিংয়ের নির্দেশ

দেশের প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) ও উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগসহ অন্যান্য প্রয়োজনীয় সংযোগ পরীক্ষা-নিরীক্ষাসহ সার্ভিসিং করার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। বুধবার (২২ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদফতর এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।

দেশের পিটিআই ও ইউআরসি’র ইনস্ট্রাক্টরদের এ নির্দেশ দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, করোনাকালীন দীর্ঘদিন প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় গ্যাস, বিদ্যুৎ, পানির সংযোগ; কম্পিউটার ল্যাব, বৈদুতিক খুঁটি, পাখা, লাইট, এসি, বৈদ্যুতিক ও গ্যাসের মিটার, সুইচবোর্ড, পাওয়ার হাউজ, জেনারেটর, পানির পাম্প, পানির ট্যাংক, পয়নিষ্কাশন ব্যবস্থাসহ অন্য প্রয়োজনীয় সংযোগগুলো অকেজো বা বিপদজনক অবস্থায় থাকতে পারে। যা থেকে যেকোনও সময় বড় ধরনের বিপদ সংঘটিত হতে পারে। এমতাবস্থায় সবার নিরাপত্তার স্বার্থে সব পিটিআই ও ইউআরসি’র উল্লিখিত সংযোগগুলো টেকনিশিয়ান দ্বারা পরীক্ষা-নিরীক্ষাপূর্বক দ্রুততম সময়ের মধ্যে সার্ভিসিংয়ের জন্য অনুরোধ করা হলো।